খুলনা অফিস
খুলনা মহানগরীর বসুপাড়া এতিমখানা মোড়ে বাড়ি ভাড়ার নামে অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে। কথিত ভাড়াটিয়ারা বাড়িওয়ালা মোরেশদা খানমকে সম্মোহন করে তার কাছে থেকে একজোড়া সোনার বালা, গলায় থাকা একটি সোনার চেইন, কানের দুল নিয়ে পালিয়ে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে এম আজিমুর রহমান নগরীর সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত এম আজিমুর রহমান জানান, গত ২৪ জানুয়ারি এক দম্পতি ১৭, বসুপাড়া এতিমখানা লেনে তাদের বাড়ির চতুর্থ তলা ভাড়া নিতে যান। ওই দিন তারা দুই হাজার টাকা অগ্রিম প্রদান করেন। বুধবার বেলা ১১টায় তারা আবার বাড়িতে আসে। চতুর্থ তলার কক্ষ পরিস্কারের কথা বলে তারা বাড়িওয়ালা মোরেশদা খানমকে ডেকে চতুর্থ তলায় নিয়ে যায়। এরপর তাকে সম্মোহন করে মোরেশদা খানমের কাছে থাকা একজোড়া সোনার বালা, গলায় থাকা একটি সোনার চেইন, কানে থাকা একজোড়া কানের দুল নিয়ে গেছে। এসব স্বর্ণালংকারের ওজন আনুমানিক চার ভরি।
তিনি জানান, আমার মা কিছু সময় পর স্বাভাবিক অবস্থায় এসে দেখেন কথিত ভাড়াটিয়ারা পালিয়ে গেছেন। অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব