বিবি প্রতিবেদক
স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি উৎসব উপলক্ষে যশোরে হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে। যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে গতকাল সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি সকল বিভাগের রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়।
ফল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। তিনি জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও হাসপাতালে ভর্তি রোগিদের ৬০০ প্যাকেট ফল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আরএমও পার্থ প্রতিম চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিমাদ্রী শেখ সরকার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ যশোরের সদস্য সচিব ডা. গোলাম মোর্তুজা, ডা. সেলিম রেজা, মনিকা মোহন্ত, আব্দুস সামাদ, ইলাবতী মণ্ডল, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ সম্পাদক স্বামী আত্মবিভানন্দ প্রমুখ।
উল্লেখ্য, ১৮৬৩ খ্রিস্টাব্দে মকর সংক্রান্তি তিথিতে ভারতের উত্তর কলকাতার সিমলা অঞ্চলে ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের এক কায়স্থ পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। ১৯০২ সালের ৪ জুলাই এই মহান পুরুষ হাওড়ার বেলুড় মঠে মৃত্যুবরণ করেন।
তাঁর জন্মতিথি উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। আজ (২ ফেব্রুয়ারি) ভোরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে। এরপর আলোচনাসভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব সমাপ্ত হবে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল