মাগুরা সংবাদদাতা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে রোববার বিকেল ৪ টায় সার্কিট হাউজ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক, যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হুসাইন, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি খুলনা জেলা অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাগুরা জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ বাচ্চু, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক আশরাফ হুসাইন, খায়রুল ইসলাম, ইব্রাহিম বিশ্বাস, অধ্যাপক রবিউল ইসলাম, সদর আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, অধ্যাপক ফখরুদ্দিন মিজান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কবীর হুসাইন, মোল্লা মিজানুর রহমানসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচসহ সাথে থাকার আশ্বাস দেয়া হয়।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা ও মাগুরায় মোট নয় জন নিহত হয়। এর মধ্যে মেহেদী হাসান রাব্বি, ফরহাদ, রাজু, সুমন, আহাদ, আল-আমিন, আসিফ ইকবাল, মুস্তাকিম বিল্লাহ, মারুফ শহীদ হন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার মাধ্যমে তাদের প্রত্যেকের পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান দেয়া হয়।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version