মাগুরা সংবাদদাতা
মাগুরার কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ও বিশ্রামের সুযোগ করে দিতে কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি স্থাপন উদ্বোধন করা হয়েছে।
প্রতিবন্ধি কৃষক আক্কাস খানের এ মহতী উদ্যোগটি শুক্রবার সকাল ১০টায় জেলার আঠারখাদার নালিয়ারডাঙ্গী গ্রামে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি চিলেন সদর ভূমি কর্তা দেওয়ান আসিফ পেলে। উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণুপদ সাহা,। কৃষি কর্মকর্তা তোফাজ্জল হকসহ স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষক আক্কাস খান যে উদ্যোগ নিয়েছেন এর মাধ্যমে স্থানীয় কৃষক কৃষিকাজের মধ্যে ক্লান্ত হয়ে গেলে এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। এবং এইখানে সকল কৃষক একত্রিত হয়ে কৃষি কাজের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে পারবেন। পরে কৃষকদের মাঝে প্রধান অতিথি কিছু বৃক্ষ চারা বিতরণ করেন।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়