মাগুরা সংবাদদাতা
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসুর নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে ঠিক তার মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তা সফল হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। চিফ অ্যাডভাইজার ইতোমধ্যেই বলেছেন, এটি একটি ফাউণ্ডেশনাল ইলেকশন যা দেশের রাজনীতিকে দিকনির্দেশনা দেবে।”
জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল আলম জানান, রাজনৈতিক দলের সঙ্গে কনসাসিয়াস কমিশনের আলোচনা চলছে। প্রয়োজনে অন্তর্বর্তী সরকার ও কাউন্সিলর অ্যাডভাইজাররা সিদ্ধান্ত নেবেন কীভাবে এ আলোচনা এগিয়ে নেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কারে একমত হবে।
ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেখানে শান্তি-শৃঙ্খলা ছিল, কোনো অঘটন ঘটেনি, ভোটও পড়েছে ৮০ শতাংশ। আমরা বিশ্বাস করি, জাতীয় নির্বাচনও একইভাবে ফ্রি, ফেয়ার ও শান্তিপূর্ণ হবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসবেন।”
তিনি আরও জানান, নির্বাচন নিয়ে প্রতিদিন বৈঠক হচ্ছে। নিরাপত্তা, লেভেল প্লেয়িং ফিল্ড এবং সুষ্ঠু প্রচারণা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার একসাথে কাজ করছে।
শফিকুল আলম শুক্রবার বেলা ১১টায় মাগুরার মাঝাইল মান্দারতলা রেল প্রকল্পের কাজ ও মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক ভিটা পরিদর্শনকালে এসব কথা বলেন।