যবিপ্রবি সংবাদদাতা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে এ কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের পরিবহন সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, জাতীয় বেতনস্কেলে সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে যবিপ্রবি শিক্ষক সমিতি আজ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করবে। এ সময় সম্মানিত শিক্ষকগণ দুপুর ১২.০০টা হতে ১.০০টা পর্যন্ত স্যার জগদীশ চন্দ্র বসু/বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নিচে অবস্থান করবেন।

এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আমরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলন চলাকালীন সকল শিক্ষক তাদের অফিসে অবস্থান করলে ও কোন ধরনের ক্লাস পরীক্ষা নিবেন না এবং কোন ধরনের নথিতেও স্বাক্ষর করবেন না।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version