কোটচাঁদপুর সংবাদদাতা
দেশের বর্তমান পরিস্থিতিসহ কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) লেখা পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পোস্টটি ভাসছে নেট দুনিয়ায়।
গত ১৫ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের যুগ্ম সদস্য সচিব আল শাহরিয়ার ওভিক ওই পোস্টে লিখেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। কোটচাঁদপুরও এর বাইরে নয়। বর্তমান পরিস্থিতিতে জনমানুষের জীবনের অনিশ্চয়তা প্রকট হচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থানে ঘটছে অপ্রীতিকর ঘটনা।
এ সব ঘটনার মধ্যে তিনি উল্লেখ করেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি, দখলদারিত্ব, অবৈধভাবে বালু ও মাটি বিক্রি।
এ সব ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটছে বলে তিনি ওই পোস্টে দাবি করেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন এ সব ঘটনার জন্য।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নেই। তবে কিছু অপরাধ সংঘটিত হচ্ছে। সেটা ডিটেক্টও হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা কেউ যাতে না করতে পারেন, সে মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিরোনাম:
- রাজনীতি মানে সেবক হিসেবে মানুষের পাশে থাকা : অমিত
- ফ্যামিলি কার্ড পেতে কাউকে বিএনপি করতে হবে না : অমিত
- যশোরে পোস্টাল ব্যালটের নিরাপদ সংরক্ষণ ও সুষ্ঠু ভোটগ্রহণের প্রস্তুতি
- যশোর-৩ আসনে লাঙ্গলের জয় নিশ্চিত করতে জাতীয় পার্টির প্রস্তুতি সভা
- খুলনা বিভাগ দখলের লড়াইয়ে জামায়াত-বিএনপি
- ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না : সাতক্ষীরায় জামায়াত আমির
- যশোরে দুঃস্থ মহিলাদের ছাগল দিল সেভ সোসাইটি
- অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন
