বাংলার খেলা প্রতিবেদক
শুক্রবার বিকেলে যশোর শহরতলীর উপশহর ডি ব্লক প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হয়েছে রুমি এন্টারপ্রাইজ। তারা টাইব্রেকারে ২-০ গোলে কেআর ডলফিনকে পরাজিত করে।
খেলরা শুরুতে কেআর ডলফিনের কাজী রনি ১ গোল করে দলকে দলকে এগিয়ে নিলেও কিছুক্ষণ পর রুমি এন্টারপ্রাইজের রাতুল গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরান। খেলার দ্বিতীয়ার্ধে কেআর ডলফিনের কাজী জামাল গোল করে দলকে এগিয়ে নিলেও বেশি সময় তা ধরে রাখতে পারেননি। রুমি এন্টারপ্রাইজের জুয়েল গোল করে আবারো খেলায় সমতা আনেন।
পরবর্তীতে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত ভাবে শেষ হলে রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। টাইব্রেকারে রুমি এন্টারপ্রাইজ ২-০ গোলের ব্যবধানে কেআর ডলফিনকে পরাজিত করে। বিজয়ী দলের অর্থ ও রাতুল ১টি করে গোল করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের রাতুল ও সেরা গোলরক্ষক জুয়েল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কেআর ডলফিনের কাজী রনি। খেলা পরিচালনা করেন রেফারি হালিম রেজা, জয়নাল আবেদীন ও মান্না দে লিটু।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আজগর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শাহানারা পারভীন মিনা, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাইদুর রহমান সোহেল, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মশিয়ার রহমান প্রমুখ।

Share.
Exit mobile version