Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন
  • তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগর
  • যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত
  • জাসদের উদ্যোগে নারীনেত্রী নুরজাহানের স্মরণসভা
  • বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি গঠন
  • যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • স্থলপথে ভারত ভ্রমণে আয় ১৫০ কোটি টাকা
  • নেই সংযোগ সড়ক, কাজে আসছে না কোটি টাকার সেতু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, নভেম্বর ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কপোতাক্ষের অবৈধ বালুর গোপন মজুদ

কোনোমতেই থামানো যাচ্ছেনা মাটি-বালুখেকোদের
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৭, ২০২৫No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
কপোতাক্ষ নদের উত্তোলিত বিপুল অবৈধ বালুর গোপন মজুদের সন্ধান মিলেছে। এসব গোপন আস্তানায় মজুদ করা হয়েছে লাখ লাখ সিএফটি বালু।
নদের সংলগ্ন সাড়ে চার বিঘা আয়তনের একটি পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ বালুর গোপন মজুদ। এর পার্শবর্তী আরও কয়েকটি স্থানের বালুর ডিপো থেকে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকার বালু বিক্রি করছে দেদারসে। কপোতাক্ষ নদের বালুমাটি বিক্রি করে কোটিপতি বনে যাওয়ার খবর চাউর হয়েছে এলাকা জুড়ে। এসব চিহ্নিত বালুমাটিখোররা কপোতাক্ষ নদের পাশাপাশি সমতল ভূমির আবাদি জমির উপরের অংশের উর্বরমাটি ছাড়াও ভূগর্ভস্থ বালু উত্তোলন করেই চলেছে। কিছুতেই এদের লাগাম টানা যাচ্ছেনা।
অভিযোগ রয়েছে, দিনের পর দিন এই বালু মাটি ব্যবসায়ী নামধারী দুর্বৃত্তরা উর্বর ফসলি জমির উপরের অংশের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে। উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রীদেয়াড়া বাজার সংলগ্ন এলাকায় হদিস মিলেছে এই অবৈধ বালুর বিশাল গোপন মজুদ। এ যেনো বালুর অফুরন্ত খনি। আর এসব খনি থেকে বালু মাটি ভর্তি সারিবদ্ধ কিংবা বিচ্ছিন্নভাবে ট্রাক্টর সংযুক্ত ট্রলি ও ট্রাক ভর্তি করে দিনরাত পাচার হয়ে এসেছে বিভিন্ন ইটভাটায়। এমনটাই দাবি করছেন স্থানিয়রা। এতে গ্রামীণ অবোকাঠামো বিশেষ করে কাঁচাপাকা সড়ক মারাত্বক ক্ষতিগ্রস্থ হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইটভাটার পাশাপাশি এক শ্রেণির সুযোগসন্ধানি এই বালুমাটির বড় ক্রেতা। এরা কম দামের নিচু শ্রেণির জমি খরিদ করে তা ভরাট করছে বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্যে। বালুখোরদের ব্যাপারে এক শ্রেণির অসাধু পুলিশ অবগত থাকলেও রহস্যজনক কারণে এরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ। তাছাড়া সুবিধাভোগী উপরিমহলের তদবিরও একটি বড় কারণ।
বালুখোরদের গোপন মজুদ অনুসন্ধান করতে গিয়ে এবার উঠে এসেছে ঝিকরগাছা পৌরসদর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরিফুল ইসলামের নাম। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পৌরমহাশ্মশান ঘাটের অপরপাড়ে কপোতাক্ষ নদের বিশাল জায়গা দখল করে কয়েক লাখ সিএফটি বালুর মজুদ গড়ে তুলেছেন। পাশে রয়েছে বিশাল এলাকা জুড়ে মাছের ঘের। যদিও তিনি দাবি করে থাকেন পৈত্রিক ও ক্রয়সূত্রে তিনি ওই জমির মালিক।
জানা গেছে, মাগুরা ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্মর জামাল উদ্দিনের নেতৃত্বে ওই এলাকায় গড়ে ওঠে একটি শক্তিশালি মাটিবালুখোর সিণ্ডিকেট। বালুখোরদের মূলহোতা এই ইউপি মেম্বর জামাল উদ্দিন। চৌগাছা-ঝিকরগাছা আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন এই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় দোর্দণ্ড প্রতাপশালি হয়ে ওঠেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠে বালুমাটি উত্তোলন ও বিক্রির সিণ্ডিকেট। তারা এতটাই বেপরোয়া হয়ে ওঠে তাদের ভয়ে স্থানিয়রা টুশব্দটি করার সাহস পাননি।
এই সিণ্ডিকেটের অন্যতম সদস্যরা হলো, পাশ্ববর্তী আঙ্গারপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে এমপির জামাতা পরিচয়দানকারী আলামিন, মিশ্রীদেয়াড়া গ্রামের হাতেম মেম্বরের ভাই সাত্তারের ছেলে বাপ্পি, হামেম মেম্বরের বড় ভাই কাঠুর ছেলে টিক্কা, আঙ্গারপাড়ার আবু হোসেনের ছেলে মোরশেদ আলম, বহিরামপুর গ্রামের আমজেদ আলির ছেলে আজাদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
বলাবাহুল্য কপোতাক্ষ নদের পুরো ঝিকরগাছা উপজেলা অংশ জুড়ে বালুমাটি উত্তোলন ও বিক্রির হিড়িক পড়েছে দীর্ঘদিন ধরে। একই সাথে সমতলের মাটিকাটাও চলছে সমানে। উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর ঢালিপাড়া গ্রামের রাজ্জাক মেম্বরের ছেলে ইয়াদ আলী ওরফে ইদেল, বাবুল ঢালির ছেলে বাবু লূতফর ঢালির ছেলে তরিকুল ও হাজিরালি গ্রামের আহম্মদ আলীর ছেলে সাহেব আলী অবৈধ মাটিবালুর কারবারি বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে জামাল মেম্বরের সাথে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
আলোচিত গোপন বালুমজুদের পুকুর মালিক সাবেক ইউপি মেম্বর হাতেম আলী জানান, গেল ৫ বছর আগে বার্ষিক ৫০ হাজার টাকায় ৫ বছরের চুক্তিতে সাড়ে ৪বিঘা পুকুরটি তিনি একই গ্রামের মেম্বর জামাল উদ্দিনকে ইজারা প্রদান করেন। ইজারার টাকা পরিশোধ ও লিজের মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, পুকুরটি তিনি নিজ টাকায় ভরাট করে নিয়েছেন। ভরাটকৃত পুকুরটির সমুদয় বালু কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা তা তিনি স্বীকার করেছেন। তবে, স্থানিয়দের দাবি মাটিবালুখোর জামাল মেম্বরকে দায়মুক্তিদেবার অপচেষ্টা হিসাবে তার পক্ষ অবলম্বন করেছেন পুকুরমলিক হাতেম আলী।
নাম প্রকাশ না করার শর্তে স্থানিয়দের অভিযোগ, গত জুলাই-আগষ্ট ছাত্রজনতার বিপ্লব পরবর্তী পটপরিবর্তনের ফলে অবৈধ বালুমাটি কারবারিদের ব্যবসায় ধস নামে। তবে তা একেবারে থেমে যায়নি। কপোতাক্ষ নদ থেকে উত্তোলিত অবৈধ এই বালুর মজুদ তারা এখনো বিক্রি করা অব্যাহত রেখেছে।

কপোতাক্ষ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন

নভেম্বর ২২, ২০২৫

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগর

নভেম্বর ২২, ২০২৫

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

নভেম্বর ২২, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.