পাটকেলঘাটা সংবাদদাতা:
সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে লাশের নাম পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ওসি আরো জানান, লাশের পাশ থেকে দুটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এখন পর্যান্ত লাশের নাম পরিচয় মেলেনি।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version