বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ঘুষের অভিযোগে দুদক আটকের ঘটনায় প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষা অফিসার আশরাফুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
এসময় বক্তারা দাবি করেন, পরিকল্পিতভাবে প্রাথমিক শিক্ষা অফিসারকে ফাঁসানো হয়েছে। নুরুন্নবী নামে যে শিক্ষক এই ঘটনা সাজিয়েছেন তিনি আগে থেকেই বিতর্কিত। তার নামে ছাত্রী হয়রানির অভিযোগ রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা ঘুষ নিলে এমন প্রকাশ্যে নেবে না। নুরুন্নবীর এক আত্মীয় দুদকে চাকরি করে। সেই সুবাদে অসৎ উদ্দেশ্যে নিয়ে এই ঘুষের নাটক সাজানো হয়েছে।
ফাতেমা আলী নামে এক শিক্ষিকা বলেন, আমরা যতদূর জানি আশরাফুল আলম স্যার একজন সৎজন ব্যক্তি। তাকে কৌশলে ফাঁসানো হয়েছে। একজন সরকারি কর্মকর্তা প্রকাশ্যে ঘুস নিতে পারে না। আমরা তার সাথে অনেক দিন ধরে কাজ করছি । তার ব্যবহার কাজকর্ম এমন না।
সাহারা খাতুন নামে অন্য এক শিক্ষিকা বলেন, আমাদের মনে হচ্ছে এটা সাজানো ঘটনা। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক। সাথে সাথে তাকে নি:শর্ত মুক্তি দেওয়া হোক।
ইলিয়াস আলী নামে এক শিক্ষক বলেন, নূরন্নবী নামে যে শিক্ষক এই ঘটনা সাজিয়েছে তার আত্মীয় দুদকে চাকরি করে। নূরন্নবীর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সে অপকর্মের দায়ে নিজের চাকুরি বাঁচাতে এই ঘটনা ঘটাতে পারে।
মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নূরে এলাহি , প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে নিঃশর্ত মুক্তিসহ চাকরি পুনর্বহাল না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়াসহ উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব।
