বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউজের সামনে শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়নের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মুন্নি ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে ছাত্রদলকে আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে প্রস্তুত হতে হবে। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
