মহেশপুর সংবাদদাতা
মহেশপুরের খোসালপুর সীমান্তের ইছামতী নদী থেকে জুয়েল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোসালপুর সীমান্তের ইছামতী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। এর আগে বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে নিহত জুয়েলের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিখোঁজের পরদিন সকালে নদীতে জুয়েল রানার মরদেহ দেখতে পেলে বিজিবি ও পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
নিহতের মা বলেন, আমার ছেলে সীমান্তে মানুষ পারপারের সাথে জড়িত ছিলেন। বুধবার সকাল ৬টার দিকে ছেলেকে ফোন করে ডেকে নেয়া হয়। এরপর দুপুরে খোসালপুর মাঠের ভূট্টা ক্ষেতের ভিতর থেকে ছেলের ব্যবহারিত জামা-প্যান্ট ও মোবাইল দেখতে পেয়ে ক্ষেত মালিক আমাদেরকে খবর দেন। মাঠে এসে ছেলের জামা-প্যান্ট ও মোবাইল পাওয়া গেলেও অনেক খোঁজাখুজির পরও ছেলের কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গীরা মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দিয়েছে।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেলা মর্গে পাঠানো হয়েছে।
