বাংলার ভোর প্রতিবেদক
ইসরাইল কর্তৃক প্যলেস্টাইনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে যশোরের উদীচী শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ কর্মসূচি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টার উদীচী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ পথচারীরাও হাতে হাত ধরে অংশ নেয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আজিজুল হক মনি, সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। বেলা সাড়ে ১১টায় একই স্থানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে বিক্ষোভ সমাবেশ। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস, শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম শোহেল, তরিকুল ইসলাম তারু, বিশিষ্ট চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, বাউলিয়া সংঘের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানোয়ার আলম খান দুলু।
এ সময় বক্তারা বলেন, ‘বিশ্ব মোড়ল মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে গাজায় শিশু নারীসহ সাধারণ মানুষকে হত্য করা হচ্ছে সেখানে জাতিসংঘসহ বিশ্ব বিবেক নিরব। গাজায় খাদ্য বন্ধ করা হয়েছে, বিদ্যুত বন্ধ করে রাতের আধারে বোমায় নৃশংসভাবে হত্যযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত ৫০ হাজার মানুষকে হত্যা করলো কিন্ত বিশ্ব মোড়লরা কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা আর এ নৃশংসতা দেখতে চাই না।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version