চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার’স অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, অ্যাড. আলীবুদ্দি খান, পাতিবিলা ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান লাল, উপজেলা যুব দলের আহবায়ক এম এ মান্নান, পৌর বিএনপি নেতা বিএম হাফিজুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ১১ নং সুকপুকুরিয়া ইউনিয়ন বনাম ২ নং পাশাপোল ইউনিয়ন একাদশের মধ্যকার খেলায় সুখপুকুরিয়া ১-০ গোলে জয় লাভ করে।
শিরোনাম:
- যশোর বোর্ডে এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জনের ফল পরিবর্তন
- যশোরে আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ দাবিতে শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
- আজ অগ্রহায়ণের প্রথম দিন
- পাঁচ হাজার মোটরসাইকেলে আজিজুরের শোডাউন
- যশোরে চাকুসহ আটক ২
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের বিজয়ী, চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়ন
- যশোরে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
- পার্কে যুগলের বিষপান; প্রেমিকা বেঁচে ফিরলেও ফেরেনি প্রেমিক
