মিরোনুর বাপ্পী, চৌগাছা
যশোরের চৌগাছা বাজারের সিসি ক্যামেরা ব্যবস্থা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। এতে করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম ব্যবস্তা হিসেবে পৌরসভা ৪১টি সিসি ক্যামেরা বসালেও দীর্ঘদিন ধরে সেই ক্যামেরাগুলি সচল নেই। মঙ্গলবার সকাল থেকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে এ চিত্র দেখা যায়।
সম্প্রতি চৌগাছা বাজারে বেড়েছে চুরি। মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এসব ক্যামেরার অচল অবস্থা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য এটি একটি বড় ঝুঁকির কারণ। নিরাপত্তাহীনতার মধ্যে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় তৈরি হচ্ছে উদ্বেগ। না জানি কখন কি হয়। এছাড়া, সিসি ক্যামেরার অকার্যকর থাকার ফলে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটলেও দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, ২০২২ সালের মাঝের দিকে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ৪১টি সিসি ক্যামেরা স্থাপন করে পৌরসভা কর্তৃপক্ষ। যেগুলো চৌগাছা থানা ও পৌরসভা কর্তৃপক্ষ মনিটরিং করে থাকে। ২০২৩ সাল থেকে মৌসুমের কালবৈশাখী বিভিন্ন ঝড়ে (রেমাল, মোখা) বিকল হতে শুরু করে বাজারের সিসি ক্যামেরা ব্যবস্থা। এছাড়াও, কখনও উঁচু পণ্যবাহী ট্রাকে ধাক্কা লেগে, কখনও বা কৌশলে মাদক ব্যবসায়ীদের দ্বারা ইচ্ছাকৃতভাবে ক্যামেরার তার বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি বাজারের ব্যবসায়ীদের। তারা জানান, এই ক্যামেরাগুলো অচল হওয়ার পিছনে সার্বিক রক্ষণাবেক্ষণের অভাবও একটি বড় কারণ হিসেবে কাজ করছে। দীর্ঘদিনের এ সমস্যায় স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
বাজারের ব্যবসায়ী ও সিসি ক্যামেরা টেকনিশিয়ান জাহিদ হাসান ধারণা দিয়ে জানান, পুরাতন ক্যামেরাগুলো মেরামত করলেও পুরো বাজারকে নিরাপত্তার বেষ্টনির মধ্যে আনতে অন্তত ১০টি নতুন ক্যামেরা প্রয়োজন। এর পাশাপাশি এমসি বক্স, সার্ভিস ও জয়েন্ট চার্জ, মাল্টিপ্লাগসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে এই প্রকল্পে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় হতে পারে।
এ বিষয়ে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব বলেন, ইতিমধ্যে স্বর্ণপট্টিসহ কয়েক জায়গায় ১১টি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে বাজার ব্যবসাসী সমিতির পক্ষ থেকে। তবে এগুলো বাজার নিরাপত্তায় যথেষ্ট নয় দাবি করে তিনি বলেন, পৌরসভা কর্তৃক স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কাজ না করার কারণে আমরা অনেক উদ্বিগ্ন। আমরা চাই, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে বাজারের নিরাপত্তা নিশ্চিত হয়।”
চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতম বলেন, দীর্ঘদিন ধরে অচল থাকা সিসি ক্যামেরাগুলোর ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চৌগাছা পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, ক্যামেরাগুলো বিকল হয়ে যাওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করেছি। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে ক্যামেরাগুলো মেরামত বা প্রতিস্থাপন করা হবে বলেও তিনি জানিয়েছেন।