আশাশুনি সংবাদদাতা

আশাশুনির উত্তর চাপড়ার ত্রাস জাকারিয়া হত্যাসহ একাধিক মামলার আসামি ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলুসহ তার সন্ত্রাসী বাহিনীর গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
বুধবার বেলা ১১টায় মহেশ্বরকাটি মৎস্যসেডে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বর হাফেজ রবিউল ইসলাম।

মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহতের ভাইপো আব্দুল্লাহ আল বাইজিদ সোহাগ, নিহতের পুত্র মোস্তাহিদ হোসেন, বোন রেবেকা খাতুন, জহির উদ্দীন, ইউনিয়ন জামায়েতের আমির মাওলানা আব্দুস ওয়াদুদ প্রমুখ।

নিহতের বোন বলেন থানা থেকে অভিযোগ দিতে গেলে আমরাদের মামলা নিচ্ছে না পুলিশ কারণ চেয়ারম্যানের পক্ষীয় লোকজন বলাবলি করছে আমরা থানায় পনের লাখ টাকা দিয়ে ম্যানেজ করে নেব। চেয়ারম্যান ও তার লোকজন এখনও মিথ্যাচার করে বেড়াচ্ছে। বক্তারা আরও বলেন উক্ত মামলায় আশাশুনি থানা পুলিশ মামলা করতে গেলেও তারা মামলা নিচ্ছে না বলেও অভিযোগ করেন। বক্তাগন হুকুমদাতা চেয়ারম্যান ডাবলুসহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে পুলিশ প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু জানান এটি মূলত: উত্তর চাপড়া মসজিদ কেন্দ্রীক দুপক্ষের মধ্যের ঘটনা। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আমি ও আমার পরিবার ষড়যন্ত্রের শিকার হচ্ছি । আমি চাই এ ঘটনার সাথে যারাই জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের যেন শাস্তি হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উভয় পক্ষের মারামারিতে অনেকেই আহত হয়। এ ঘটনায় ইউনুছ সরদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেন। উক্ত ১৮ জনের নামীয় এজাহারটি আশাশুনি থানার মামলা নং-০৭ রুজু করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মৃত্যুবরণ করেন। বিষয়টি আমরা জানতে পেরে বিজ্ঞ আদালতকে অবহিত করি। আসামিদের ধরার জন্য আমরা অভিযান অবাহত রেখেছি। আমার বিরুদ্ধে বাদী পক্ষ যদি কোন অভিযোগ করে থাকেন তবে সেটির কোন ভিত্তি নেই।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version