বাংলার ভোর প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে ‘জুলাই বিপ্লব: গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক’- শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান। সভায় মূখ্য আলোচক ছিলেন লেখক, গবেষক ও প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান।
তিনি বলেন, বাহাত্তরের সংবিধানে জনগণের অভিপ্রায় স্থান পায়নি। বাহাত্তরের সংবিধান যদি বহাল থাকে, তাহলে জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে, তার কোন মূল্যায়ন হবে না। পুরনো সংবিধান অনুযায়ী জুলাই বিপ্লবের নায়করা খলনায়কে পরিণত হবেন।
সভা আরও বক্তৃতা করেন নাগরিক কমিটি যশোরের প্রতিনিধি আশা লতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখ্য সংগঠক আল মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, সংগটনের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সামিউল আজিম প্রমুখ।
আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দসহ জেলার সবগুলো উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একই স্থানে ইফতার মাহফিলে অংশ নেন নেতৃবৃন্দ।