ঝিকরগাছা সংবাদদাতা

বৃহস্পতিবার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী তেল পাম্পের নিকট সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা আল আমিন (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল আমিন (২২) মোটরসাইকেলে চড়ে দুপুরে বিশ্বাস ফিলিং এ পেট্রোল নিতে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে যশোর গামী অজ্ঞাত প্রাইভেট গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই আল আমিন (২২) মারা যায়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান নয়ন বাবু তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জানান, আল আমিন প্রাইভেট গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন এবং প্রাইভেটকার পালিয়ে গেছে।

নাভারন হাই পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, মরদেহের আত্মীয়-স্বজন পোস্টমর্টেম এবং মামলা ছাড়াই লাশ দাফনের জন্য আবেদন করেছেন। আমরা তাদের মতামত কে গুরুত্ব দেব।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version