তালা সংবাদদাতা
মৎস ঘেরের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইনছার মোড়ল (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মারা যাওয়া ইনছার মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুকতিয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।
নিহতের পরিবারের বারত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশের দফাদার শের আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তার বাড়ির পাশের বিলে মৎস ঘেরের মটর মেরামত করতে যান ইনছার।
ওই সময় অসাবধানবসত সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।