বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বঙ্গবাজারে দিন-দুপুরে একটি ওষুধের দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে কাজী শহিদুল হক নাদিম ও তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। বুধবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ায়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালসের মালিক সোহেল রানা ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা জানিয়েছেন, শহরের বঙ্গবাজারের কাজী শহিদুল হক নাদিমের কাছ থেকে তিনমাস আগে ৭০ লাখ টাকা দিয়ে দোকানের পজিশন কিনে চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালসের ব্যবসা শুরু করি। যার ডিড ডকুমেন্টসও রয়েছে। সম্প্রতি নাদিম এ দোকানের পজিশন বাবদ আরও ৫০ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় নাদিম দোকানের মূল স্ট্যাম্প নিয়ে ছিড়ে ফেলে। এ ঘটনায় আদালতে মামলা কারায় নাদিম ও তার লোকজন আমার উপর চরমভাবে ক্ষিপ্ত হয়।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে আমার দোকান বন্ধ ছিল। এ সময় নাদিম তার সহযোগী আহাদ, রাজুসহ আরও অনেকে দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা দোকানের যাবতীয় ওষুধ বস্তায় করে নিয়ে যায়। যার দাম প্রায় ৫০ লাখ টাকা। এ সময় দোকানের ক্যাশে থাকা প্রায় ৫ লাখ টাকা ও জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ সংবাদ পেয়ে আমি ও আমার স্বজনের দোকানে এসে শুনি নাদিম ও তার লোকজন ওষুধ, নগদ টাকা ও কগজপত্র নিয়ে নিয়েগেছে। যার ভিডিও আমার কাছে আছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেতে বলেছেন। তিনি অবিলম্বে নাদিম ও তার সহযোগীদের আটক, মালামাল ও টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Share.
Exit mobile version