বাগআঁচড়া সংবাদদাতা
শার্শার বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন ডিগ্রি কলেজ থেকে এ বছর মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া দুই শিক্ষার্থী আল জুবায়ের ও তাকিয়া সুলতানা নামে দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ হলরুমে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষক নূর হুসাইন, আলমগীর কবির, আনোয়ারুল ইসলাম, মাসুদুর রহমান মিলন প্রমুখ।

উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আল জুবায়ের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এবং বাগআঁচড়া গ্রামের ফারুক আহমেদের মেয়ে তাকিয়া সুলতানা মানিকগঞ্জ মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে।
জুবায়ের বলেন, আমি খুব খুশি। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। তাকিয়া বলেন, ছোট বেলা থেকে ইচ্ছা ছিলো ডাক্তারি পেশায় নিয়োজিত হবো। আল্লাহ আমার সে আশা পূরণ করেছেন। আমি পড়াশুনা শেষ করে ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারি।

বাগআঁচড়া আফিল উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, এ বছরও আমাদের কলেজ থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে দুইজন শিক্ষার্থী চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version