বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষকদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাঘারপাড়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ অসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের উপ পরিচালক ড. সাধন কুমার বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া উপজেলা প্যানেল চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি এনামুল হক বাবুল তার বক্তব্য বলেন আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছিলাম ঘুষ বাণিজ্য মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ হবে, আমার নির্বাচনী এলাকায় কোন স্কুল, মাদ্রাসা, কলেজে আমি কোন কর্মচারী টাকার বিনীময়ে নিয়োগ হতে দেব না। আমি আজ উপজেলার সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্কুল, মাদ্রাসা, কলেজ পরিচালানা কমিটির উদ্দেশ্য বলছি আপনাদের কোন প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে নিয়োগ প্রদান না করা হয়।

শেখ হাসিনার সরকার শিক্ষক কর্মচারীদের বেতন জনগণের টাকা থেকে প্রদান করে সেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে কোন তৃতীয় ব্যক্তি ঘুষ খেয়ে নিয়োগ প্রদান করবে সেটা আমি মেনে নেবোনা। আজ আমি স্কুলের শিক্ষকদের সাথে বসেছি আমি দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের সাথে বসবো সকল বিষয়ে আলোচনা করবো। তিনি তার বক্তব্য আরো বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষকের বিরুদ্ধে আমি কোন অন্যায় দুর্নীতির অভিযোগ শুনতে চাইনা। শিক্ষকের সম্মান সবার উপরে। তিনি শিক্ষদের জাতীয়করণের বিষয়ে বলেন আপনারা আমার কাছে যে দাবি উপস্থাপন করেছেন আমি সেটা জননেত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করবো।

সম্মেলনে পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কুমার সাহকে সভাপতি এবং বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version