শ্যামনগর সংবাদদাতা
বাল্যবিয়েতে রাজি না হওয়ায় হুমকি ধামকি অশ্লীল গালিগালাজ এবং মীমাংসার নামে টাকা দাবির প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেন সাপখালী গ্রামের আব্দুল আজিজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ১৩ বছর বয়সী ছাত্র কবির হোসেনের সাথে যাদবপুর গ্রামের সিরাজুল ইসলামের নাবালিকা কন্যার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের পরিবারের পক্ষ থেকে নানা হুমকি ধামকি ও গালিগালাজ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় পরবর্তীতে কন্যার পরিবারের পক্ষ থেকে বিষয়টি ইউনিয়ন পরিষদে জানানো হয়।

ইউপি সদস্যরা বিষয়টি মীমাংসার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় তার পুত্রের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি। এ বিষয় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন ছেলে ও মেয়ে উভয়ের বয়স কম। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় ছেলে ও মেয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

আমার কাছে মেয়ে পক্ষ অভিযোগ করলে আমি উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে মীমাংসা করে নিতে বলি। ছেলে পক্ষ আমার ডাকে আর সাড়া দেয়নি।

টাকার বিষয়ে তিনি বলেন আমার পরিষদের ইউপি সদস্যরা টাকা নিয়ে কোন মীমাংসার কথা বলেননি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version