বাংলার ভোর প্রতিবেদক
জাসদের কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম বলেছেন, বর্তমান বাংলাদেশ সীমাহীন দুর্নীতি ও মূল্যের আগুন জাতিকে পুড়িয়ে মারছে। এ অবস্থায় একশ্রেণীর মানুষ অপরাজনীতি মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির আজ ঘোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত। এদেরকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সর্বদাই সোচ্চার থাকতে হবে। যশোর জেলা জাসদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শনিবার সকালে যশোর ইনিস্টিউটের ভূপতি মঞ্চে অনুষ্ঠিত হয় সাধারণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশীদুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখছেন এবং উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ সভাপতি লোকমান আলী, আহসানুল্লাহ ময়না, শাহজাহান সরদার, জেলা জাসদের যুগ্ম সম্পাদক এ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, পৌর জাসদের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবর, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, মাস্টার জাকির হোসেন, মতিউর রহমান পপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সিরাজুল ইসলাম, জাসদ নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম সিরাজ, মকবুল হোসেন, আকবর আলী,যশোর জেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।