বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এ.এস.কে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরতলীর বাহাদুরপুর মেহগনিতলা মোড়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন। নরসিংদী এ.এস.কে ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর মো. শাহাদাৎ হুসাইনের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক তানভীর রায়হান তুহিন, শতরুপা আবাসনের স্বত্ত্বাধিকার এসএম আসাদুল আলম, ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রোকন, তরিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই সেন্টারের লক্ষ্য আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা প্রদান করা। স্বল্প খরচে ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এখানে ওয়েল্ডিং, প্লাম্বিং, পাইপ ফিটিং ও ইলেকট্রিক কাজ শেখানো হবে। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক মানের সনদ প্রদান করা হবে, যা চাকরির বাজারে অধিকতর প্রতিযোগিতামূলক সুবিধা দেবে। সেন্টারটি দক্ষ প্রশিক্ষণার্থীদের জন্য সরাসরি বিদেশি নিয়োগদাতাদের সাথে ইন্টারভিউর সুযোগ প্রদান করবে। এতে দেশীয় কর্মীরা বৈধ উপায়ে উচ্চ বেতনে চাকরির মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। যশোরে এমন উদ্ভাবনী উদ্যোগ নেওয়া এই প্রথম। এ উদ্যোগ তরুণদের বেকারত্ব কমিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version