বাংলার ভোর প্রতিবেদক
‘কোমর ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে যশোরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। বিশ্বের ১২৮টি দেশের ন্যায় বাংলাদেশেও একযোগে দিবসটি পালিত হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এর উদ্যোগে রোববার সকাল সাড়ে নয়টায় যশোর কালেক্টর ভবনের দ্বিতীয় তলায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন আলম। পরবর্তীতে সকাল দশটায় কবুতর উড়িয়ে র্যালির উদ্ভোধন করেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে র্যালিটি যশোর কালেক্টর ভবন থেকে শুরু হয়ে যশোর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এছাড়া র্যালিতে অংশগ্রহণ করেন যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও যবিপ্রবি শিক্ষক ডা. কাজী মো. এমরান হোসেন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও অনার্স ও মাস্টার্সে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে জনসচেতনামূলক র্যালি শেষ করে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও সকল শিক্ষকবৃন্দ। মানববন্ধনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়ক রাশেদ খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যবিপ্রবি শিক্ষার্থী মোঃফরিদ হাসান।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস সমন্ধে জানতে চাইলে রাশেদ খান বলেন, আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সকলকে ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। যাদের ৪ বছর একাডেমিক ও একবছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ মোট ৫ বছরের ডিগ্রি রয়েছে তারাই একমাত্র ফিজিওথেরাপিস্ট। যশোর শহরের অলিতে গলিতে ব্যাঙেরছাতার মতো অসংখ্য ভুয়া ফিজিওথেরাপি সেন্টার স্থাপন হয়েছে। দেশের মানুষ সেখানে চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। এমনকি যশোর সদর হাসপাতালে একদল কুচক্রী মহল প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভুয়া ফিজিওথেরাপিস্টদের দিয়ে চিকিৎসা দিচ্ছেন। এতে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন তিনি আহ্বান জানান ৫ বছর মেয়াদি যোগ্য ফিজিওথেরাপিস্টদের দ্রুত সরকারি হাসপাতালগুলোতে নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশের মানুষকে সঠিক চিকিৎসা প্রদানের।
মানববন্ধন শেষে যশোর প্রেসক্লাবে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ফ্রী ফিজিওথেরাপি হেলথ্ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এতে যশোর শহরের প্রায় দুই শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন।
শিরোনাম:
- যশোরে বিএনপি-জামায়াতের ‘ইফতার রাজনীতি’ জমজমাট
- গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ত্যাগ সর্বোচ্চ : অমিত
- শার্শার বাহাদুরপুর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল
- কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
- হাসিনা স্টাইলে মামলা ও অপবাদ দিয়েছে জামায়াত : শিমুল
- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস বেগম
- আন্দোলনে সেবা বঞ্চিত
- যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ