বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পৃথক দু’টি অভিযানে সাড়ে তিনশ’ পিস ইয়াবা এবং একশ’ আঠারো বোতল ফেনসিডিলসহ তিন আসামি আটক হয়েছে।
অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যশোর ‘ক’ সার্কেল সদস্যরা রোববার রাত সাড়ে সাতটার দিকে কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি মসজিদ মোড় এলাকা হতে আছিরন খাতুনকে (৩০) ২০০ পিস এবং ০২ অনন্যা ইসলাম বিউটিকে (৪৪) ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক আছির সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের রিপন গাজীর স্ত্রী এবং বিউটি কোতয়ালী থানাধীন রেলগেট পশ্চি মপাড়া এলাকার শরিফুল ইসলাম এর স্ত্রী।
এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন। এছাড়া ওই দিন রাত সাড়ে নয়টায় কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি হাইকোর্ট মোড় উপশহর ০৯ নং সেক্টর হতে মিজানুর রহমানকে (৫১) ১১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। এ সময় আসামির স্ত্রী তহমিনা ইয়াছমিন (৩৩) পালিয়ে যায়। এ ঘটনায় উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে আরো একটি মামলা করেছেন।