নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) যশোর শহরতলীর নীলগঞ্জ সাহাপাড়া এলাকায় ছুরিকাঘাতে শিলা পারভীন (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। তিনি নড়াইলের লোহাগড়ার মাকরাইল গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী এবং ওই বাড়ির ভাড়াটিয়া।
আহত শিলার স্বামী ইকবাল হোসেন জানান, দুপুরে বাড়িওয়ালা মুকুলের সাথে তার দুই ছেলে আদিত্য (৩০) ও অভ্র (১৮) জায়গা জমি নিয়ে তর্কবির্তক হয়। এ সময় স্ত্রী শিলা তাদেরকে শান্ত করতে গেলে অভ্র তার উপর রাগান্বিত হয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version