বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আক্তারুল কবির মিলনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মহাসিন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলায় বাদীর তুলার দোকান রয়েছে। ওই দোকানে এসে মিলন বিভিন্ন সময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। না দেয়ায় হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি দিতেন মিলন। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার পর মিলনসহ অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে আসেন। এরপর তাকে ঘিরে ফেলে ওই দশ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দেয়ায় বাদীকে মারপিট করে। পরে বাদীকে একটি মোটরসাইকেলে উঠিয়ে বকচর এলাকার একটি ক্লাবঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তিনটি নন জুডিসিয়াল স্টাম্পে সই করিয়ে নেই। একই সাথে ব্যাংকের চারটি চেকের পাতায় সই করে নেয়। পরে বলে চাঁদার ১০ লাখ টাকা ম্যানেজ করে দিতে হবে অন্যথায় খুন গুমের হুমকি দেয় মিলনসহ অন্যরা। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন। বিচারক ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
শিরোনাম:
- চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাত ঘটনায় মামলা
- যশোর-৫ আসন : জোট শরিককে ছাড় দিতে নারাজ বিএনপির তৃণমূল
- কৃষি ও বিনোদনের মেলবন্ধন : যশোর ও ঝিকরগাছায় ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ উদ্বোধন
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোটচাঁদপুর বিএনপির সমাবেশ
- সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ১
- যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার
- পান চাষিদের রক্ষায় ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
- যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

