প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর কমিউনিটি ইউকে-এর উদ্যোগে গত ১৩ মার্চ পূর্ব লন্ডনের কলিনঊড কমিউনিটি হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কমিউনিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরুর পর সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিরা রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ বলেন, “রমজান আমাদের সংযম, ত্যাগ এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসে থেকেও নিজেদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে চাই এবং পরস্পরের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দিতে চাই।”

আরো বক্তব্য‍ রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. মিজানুর রহমান, মাহমুদ হাসান বাবুল, সিরাজুল ইসলাম পিন্টু, শামীম খান, রাশিদুল আলম রসি এবং কোষাধ্যক্ষ আদনান আহমেদ সহ আরো অনেকে। বক্তারা রমজানের ফজিলত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা সহ সংগঠনের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন ।

সংগঠনের সভাপতি ইউনুস হাসান লিমন ও সাধারণ সম্পাদক এসএম ওয়াহিদ সিদ্দিকী জনি বলেন, এই ইফতার আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এই ধরনের আয়োজন একে অপরের সাথে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার চেষ্টা এবং সমাজ ও মানুষের কল্যাণে আমাদের নিয়োজিত করার সামান্য প্রয়াস মাত্র। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপদেষ্টা শরিফুল ইসলাম খান।

ইফতারের আগে দোয়া মাহফিলে জাতির উন্নতি, শান্তি, কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, সম্প্রতি যারা অসুস্থ, দুঃস্থ ও প্রয়াত হয়েছেন, তাদের জন্যও দোয়া করা হয় । অনুষ্ঠানের শেষে সবাই একসাথে ইফতার করেন ।

যশোর কমিউনিটি যুক্তরাজ্য ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, ধর্মীয় ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version