বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনের অবস্থা আশংকাজনক। অবস্থার কোন উন্নতি না হয় তাকে এখন ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যা ৬টা,৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোতজা ছোট। তিনি বর্তমানে ইউনাইটেড হাসপাতালের অবস্থান করছেন। তিনি জানান, ডাক্তার জানিয়েছেন শাহিনের শারীরিক যে কন্ডিশন সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। সর্বশেষ চেষ্টা একটি অপারেশন করতে হবে।

আজ (শনিবার) রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে সে অপারেশনটি করার কথা রয়েছে। এখন ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।শুক্রবার সকালে নিজ বাড়িতে তিনি ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে হেলিকপ্টার যোগে প্রেরণ করা হয়।

এদিকে শাহানুর আলম শাহীন মারা গেছেন বলে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে কেউ কেউ। যা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শাহিনের পরিবারের সদস্যরা। শাহিনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version