বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাজিবের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার রামনগরের বাড়িতে বোমা হামলার অভিযোগে আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে। রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন লাইফসহ ১০ জনকে আসামি করে মামলাটি করেছেন ওই যুবদল নেতা।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিলে পুলিশ সোমবার রাতে তা রেকর্ড করে।

মামলার অপর আসামিরা হলেন, রামনগর গ্রামের নাসির উদ্দিন, পারভেজ, মুসা, জনি, জাহাঙ্গীর, শুভ, শাহিন, লেলিন ও সাগর।

মাজহারুল ইসলাম রাজিব মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের মধ্যে মাহমুদ হাসান লাইফ, নাসির উদ্দিন, মুসা, জাহাঙ্গীর, শুভ ও শাহিন তার ভাই রাসেল হত্যা মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেয়ায় ২০১৬ সালের ৮ এপ্রিল রাত ১০টার দিকে উল্লেখিত ১০ আসামি তার বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ি ভাঙচুর করেন। মাজহারুল ইসলাম রাজিব তাদেরকে ভাঙচুরে বাঁধা দিলে তারা তাকে মারপিট করেন। এছাড়া তারা তার বাড়িতে বৃষ্টির মতো বোমার বিস্ফোরণ ঘটান। বোমার আঘাতে ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া বোমার স্পিøন্টারের আঘাতে মাজহারুল ইসলাম রাজিবের মা রোকেয়া বেগম জখম হন। পরে আহত মা রোকেয়া বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version