শালিখা সংবাদদাতা
‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আড়পাড়া বাজারে লিফলেট বিতরণ করা হয় শুক্রবার বিকেল চারটায়। ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফা উল্লেখ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মাগুরা জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, যুগ্ম আহবায়ক হামিদ হোসেন, ওয়াসিম হাসান অপূর্ব, যুগ্ম সদস্য সচিব বায়েজিদ খান, মুখ্য সংগঠক রকিবুল ইসলাম রাকিব, শালিখা উপজেলা সমন্বয়ক ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল, ইব্রাহীম বিশ্বাস, নাঈম মুন্সী, আশিক, আবিরসহ আরো অনেকে। প্রথমে তারা শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের হাতে লিফলেট বিতরণের মাধ্যমে তাদের এই কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আড়পাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তারা লিফলেট বিতরণ করে।
শিরোনাম:
- বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না
- যশোরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ
- সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা
- দুর্নীতির মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম ও তার স্ত্রী কারাগারে
- যশোরে ‘ভাইপো রাকিব’ হত্যাচেষ্টা : আটজনের নামে মামলা
- সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত দুই এসপির বিদায় সংবর্ধনা
- যশোর কারাগারে শহিদুল ইসলাম মিলন
- যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উৎসবের সমাপনী