শ্যামনগর সংবাদদাতা
দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ও হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের বিষয় নিয়ে শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মো. মনিরুজ্জামান (মনির)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সোলাইমান কবির। প্রেসক্লাবের সাবেক সভাপতি সামিউল আযম মনির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম (দুলু), সদস্য সচিব আনারুল ইসলাম (আঙ্গুর), উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান।

আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরকারি মহসিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পরিমল কৃষ্ণ মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. কৃষ্ণপদ মন্ডল, সহ-সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক বিষ্ণুপদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চক্রবর্তী, নকিপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব দাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version