বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি এমন একটি বাংলাদেশ চায় যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। মানুষ আইনের শাসন ভোগ করবে এবং তাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে। সন্তানরা মেধা এবং যোগ্যতা দিয়ে তাদের কর্মক্ষেত্র বেছে নিতে পারবে। তিনি বলেন, সকলে মিলে আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
সোমবার যশোর সদরের ফতেপুর ইউনিয়নের সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্বেক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলা ফতেপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে।
এ সময় তিনি বলেন, অত্যাচার নির্যাতন, খুন রাহাজানি, দখলদারি চাঁদাবাজির সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল। শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা কোন দিন এই জাতীয় অপকর্মের সাথে জড়াবে না জড়াতে পারবে না। যারা আওয়ামী লীগের মত কোন অপকর্মের সাথে জড়াবে তারা বিএনপির কেউ নয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মাস্টার কিয়াম উদ্দিন প্রমুখ।
ইফতারের আগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ সর্বশেষ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।