সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটক তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল ইসলাম জানিয়েছেন, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার নম্বর ৫০/৯/২০২৪।

Share.
Exit mobile version