সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে মাহিনুর ইসলাম ইমন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাকে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক তালা উপজেলার সেনেরগাঁতী গ্রামের আনারুল সরদারের ছেলে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী একই এলাকার বসিন্দা। গত বুধবার রাতে ভুক্তভোগীর পিতা পাটকেলঘাটা থানায় অপহরণের অভিযোগ এনে মামলা করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, বুধবার রাতে অপহরণ হওয়া স্কুল ছাত্রীর পিতা থানায় মামলা করার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে মাহিনুর ইসলাম ইমনকে গ্রেপ্তার করে একই সাথে ভিক্টিমকে উদ্ধার করে।

ওসি আরো জানান, ভিক্টিমকে আদালতের মাধ্যমে তার পিতা মাতার কাছে হস্তান্তর করা হবে। আটক যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবী , গ্রেপ্তার হওয়া যুবকের সাথে ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল

Share.
Exit mobile version