অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দীপুর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতে পরিবেশন ও বেলুন উড়িয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেম সর্দার, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স।

অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিমুর রাজিব, নওয়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, দুপ্রক সহ-সভাপতি মাহবুব হোসেন, সহকারী অধ্যাপক সুকুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার ঘোষ, উপজেলা দুপ্রক সদস্য সহকারী অধ্যাপক জান্নাতুন নাঈম, প্রেমবাগ ইউনিয়ন দুপ্রক সভাপতি, সাংবাদিক গাজী আবুল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে এক হাজার খেজুর গাছ লাগানো আব্দুল জব্বার এবং গাছি দম্পতি গোবিন্দ মল্লিক ও শ্যামলী মল্লিককে পুরস্কার প্রদান করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version