অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরি, কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ একযুগ পরে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।

কার্যনির্বাহী কমিটির ২৬ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬২ জন প্রার্থী। এর মধ্যে ছয়টি পদে ৬ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চশমা মার্কায় সাবেক মেয়র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন এবং ঈগল মার্কায় সাবেক সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু, সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন প্রার্থী। আনারস মার্কায় আবুল কালাম আজাদ, তরবারি মার্কায় জিয়াউর রহমান এবং প্রজাপতি মার্কায় রাজু আহমেদ। কার্যকরী সভাপতি পদে আমিন মোল্লা কলস মার্কায় এবং টায়ার মার্কায় হাবিবুর রহমান। সহ-সভাপতি পদে ৭ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৮ জন, আইন বিষয়ক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন ও লাইন সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া কার্যনির্বাহী ১০ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অভয়নগর থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সহযোগী পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক কামাল খান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version