অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। আজ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়।
উপজেলার পায়রা ইউনিয়নের আড়পারা গ্রামের ওয়াদুদ মোল্লার মেয়ে শারীরিক প্রতিবন্ধী মাসুমা খাতুনকে (১৫) হুইলচেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ারের অভাবে মাসুমা চলাফেরা করতে পারছিলেন না। বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি ভিত্তিতে হুইল চেয়ারটির ব্যবস্থা করে দিলেন। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
শারীরিক প্রতিবন্ধী মাসুমা খাতুনের মা নার্গিস বেগম বলেন, আমার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। বয়সের অনুপাতে আমার মেয়ের শারীরিক বিকাশ ঘটেনি। আস্তে আস্তে বড় হলেও চলাফেরা করতে পারে না এবং হাঁটা-চলাও করতে পারে না। অর্থের অভাবে এতদিন মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। হুইল চেয়ারের বসে আমার মেয়ে এখন সুন্দর ভাবে চলাফেরা করতে পারবে।