অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে চেংগুটিয়া বুড়োর দোকানে এ কার্যালয়ের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে অফিসের উপদেষ্টা শাহিন পারভেজের সঞ্চালনায় প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাখা অফিসের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, অভয়নগর থানা শ্রমজীবী সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, প্রেমবাগ ইউনিয়ন ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শাখার উপদেষ্টা আবুল কাশেম, লিয়াকত বিশ্বাস ও আল মামুন মোল্লা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শাখা অফিস শ্রমিকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version