অভয়নগর প্রতিবেদক
যশোরের অভয়নগর থানা পুলিশ ৯ই নভেম্বর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন আটক করে ।

নিয়মিত মামলা থাকায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মৃত তোরাপ মোল্লার পুত্র জাফর মোল্লা, মৃত হাসান শেখের পুত্র আনোয়ার শেখ, সিংগাড়ী গ্রামের মুজিবুর মোল্লার পুত্র সেলিম মোল্লা কে আটক করা হয়।

বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয় উপজেলার মহাকাল এলাকার মৃত ওয়াজ করিম সরদারের পুত্র সোহাগ সরদার, করিম সরদারের পুত্র মামুন সরদার, মৃত সুরেন্দ্রনাথ কুন্ডুর পুত্র রঞ্জন কুমার কুন্ডু কে।

ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র সেলিম হোসেন, আমডাংগা গ্রামের গিয়াস উদ্দিনের সোহেল কাজীকে আটক করে পুলিশ ।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আসামীদের আটক করে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version