বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৯ বছর পর আতাউর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাঁতাল বাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির সামনে থেকে আটকের পর তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক দাঁতাল বাবু শহরের আরবপুর বিমান বন্দর সড়কের বাসিন্দা।
ডিবি পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে সুকৌশলে ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমানকে গুলি করে হত্যা করে। আতাউর রহমানের বাড়ি রাজবাড়ি জেলায় কিন্তু তারা যশোর শহরতলীর ডাকাতিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পাশাপাশি আতাউর রহমান ডিস লাইনের কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরী ও দাঁতাল বাবুসহ বেখ কয়েকজন আসামি ২০১৫ সালের ১৮ এপ্রিল রাত ১০টার দিকে গুলি করে হত্যাচেষ্টা করে। প্রথমে যশোর ২৫০ শয্যা এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসকেরা। কিন্তু সেখানে নেয়ার পরে ১৯ এপ্রিল সকালে আতাউর মারা যান।
এই ঘটনায় নিহতের পিতা কোতোয়ালি থানায় অজ্ঞাদনামা আসামি দিয়ে মামলা করেন। তদন্ত শেষে এই মামলায় কবীর চৌধুরী ও দাতাল বাবুসহ ১৩জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালিন সিআইডি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ।
কিন্তু এতদিন পলাতক থাকা দাঁতাল বাবুকে গত বৃহস্পতিবার দিবাহগত গভীর রাতে বাড়ির সামনে থেকে তাকে আটকের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।