আশাশুনি সংবাদদাতা

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা আলোর পথ’র আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে আনুলিয়া ইউনয়নের বিছট গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা সংলগ্ন বেঁড়িবাধের উপর এ মানববন্ধন করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন, মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে হবে।

আমাদের ঘর-বাড়ি, জমি-জমা ও স্বপ্ন সবকিছুই আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে।

এই নদী আমাদের প্রাণ। কিন্তু কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বেড়িবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে, যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তারা আমাদের দুর্ভোগকে নিজেদের মুনাফার হাতিয়ারে পরিণত করেছে। আজ যখন আমরা নদীর পানিতে সর্বস্ব হারাচ্ছি, কেউ কেউ ত্রাণের ব্যাগ গুনছেন।

বক্তারা এ সময়, খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানিয়ে বলেন, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, বাজেটের সিটিজেন চার্টার দিতে হবে।

Share.
Exit mobile version