নেহালপুর সংবাদদাতা

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত সরদরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ন এলাকা চিহ্নিত করা ও প্রতিরোধে কৌশল নির্ধারণসহ মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা এবং সেবাপ্রাপ্তিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ এবং রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল ও কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল। অনুষ্ঠানটিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মি খন্দকার মো. এখলাস হোসেন।

সভা শেষে নেহালপুর ইউনিয়ন পরিষদে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে একটি তথ্য কর্নার উদ্বোধন করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version