ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আইনজীবী ঐক্য পরিষদ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ আদালত চত্বর এলাকায় এ বিক্ষাভ অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্য পরিষদের র‌্যালিটি আদালতের বিভিন্ন স্থান ঘুরে বার ভবনের সামনে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এসএম মশিয়ুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি দবির হোসেন, ইসলামী আইনজীবী কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম, আইনজীবী ফোরামের সদস্যসচিব আকিদুল ইসলাম, সাবেক সম্পাদক শামছুজ্জামান লাকি, নারী ও শিশু আদালতের পিপি ইশারত হোসেন খোকন, আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রাশিদুল হাসান জাহাঙ্গীর, আইনজীবী ফোরামের রিয়াজুল ইসলাম রিয়াজ ও অ্যাডভোকেট রাকিবুল হাসান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের যে কোনো ধরনের অস্থিতিশীলতা রোধে আইন পেশাজীবীদের দায়িত্বশীলতার সঙ্গে মোকাবেলা করতে হবে। দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রেখে রাজপথে থাকতে হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version