বাংলার ভোর প্রতিবেদক
১ কোটি ৩৩ লাখ টাকার চেক ডিজ অনার ঘটনায় আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী গাজী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মুহাম্মদ মনজুরুল ইসলাম তার বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় অবস্থিত আবুল ইসলাম জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্স সোশ্যাল ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে বিনিয়োগ মঞ্জুরীপত্রের অধীনে ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত সময়কালে বিভিন্ন বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকার আর্থিক বিনিয়োগ গ্রহণ করেন। বিনিয়োগকৃত মূলধন ও লভ্যাংশসহ মাসিক বা বার্ষিক কিস্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের কথা থাকলেও তিনি তা প্রতিপালন করেননি। সে কারণে তার সাথে কয়েক দফা যোগাযোগ করা হলে গত ১০ আগস্ট ২০২৪ তারিখে ১ কোটি ৩৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন মাজাহারুল ইসলাম প্রিন্স। চেকটি পরের দিন ব্যাংকে পাঠানো হলে তার হিসাব নাম্বারে পর্যাপ্ত টাকা পাওয়া যায়নি।

এরপর ১৩ আগস্ট এ বিষয়ে একটি লিগ্যাল নোটিস পাঠানো হলে ১৫ তারিখে তা গ্রহণ করা হয়।

কিন্তু এর মধ্যে ৩০ দিন পার হলেও টাকা পরিশোধে কোনও পদক্ষেপ নেননি প্রিন্স। ব্যাংকের পাওনা টাকা আদায়ের ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version