দেবহাটা সংবাদদাতা
দেবহাটার ইছামতি নদী থেকে পেতে রাখা জালে ধরা পড়েছে বিশাল আকৃতির শতবর্ষী এক কচ্ছপ। দেবহাটার বসন্তপুর স্লুইস গেটের পাশ থেকে এই কচ্ছপটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, দেবহাটা গ্রামের বাবু ইছামতি নদীতে মাছ ধরার জন্য শুক্রবার সকালে জাল বাঁধেন। পরে দুপুরের দিকে দেখেন তার জালে বিশালাকৃতির একটি কচ্ছপ আটকে আছে।
এ সময় স্থানীয়দের সহায়তায় জাল থেকে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়। স্থানীয়রা এই কচ্ছপটি দেখে সেটিকে কাটা কচ্ছপ ও ওজন আনুমানিক ৩০ কেজির মতো হবে বলে মন্তব্য করেন। তারা আরো জানান কচ্ছপটির বয়স শতবছরের ওপরে হবে। পরে বাবু কচ্ছপটিকে বিক্রির জন্য বাজারে নিয়ে গেলেও পথিমধ্যে সেটি মারা যায়। এদিকে এ সংবাদ ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেটি দেখতে ভিড় জমায়।