খাজুরা সংবাদদাতা
যশোরের ইছালী ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯নং ওয়ার্ড মহিলা দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে এলাকার শতাধিক নারী অংশ নেন।
বুধবার বিকেলে শুড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড মহিলা দলের সদস্য সচিব ও ইউপি সদস্য শিখা বেগম। প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন নারীদের সামাজিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

নির্বাচনে নারীদের ভূমিকা শক্তিশালী হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সিনিয়র সহসভাপতি আশরাফ আলী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, ইছালী ইউনিয়ন মহিলা দলের আহবায়ক জেসমিন নাহার বর্ষা, যুগ্ম আহবায়ক ফারহানা আফরিন নিশি ও জাকিয়া খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version